Popular questions

আপনার জিজ্ঞাসা

  • আমি আপনাদের সাথে যোগাযোগ করতে চাইলে কীভাবে করবো?
    আমাদের সাথে যোগাযোগ করতে ফেইসবুক পেইজে (https://www.facebook.com/gizmofashionschool) মেসেজ দিতে পারেন অথবা ইমেইল করতে পারেনঃ frontdesk@gizmofashionschool.com
  • অফলাইনে আপনাদের সাথে যোগাযোগের কোন ঠিকানা আছে? অফিস লোকেশন কোথায়?
    বর্তমানে আমাদের কোনো অফিস নাই। আমরা মাত্র আমাদের যাত্রা শুরু করেছি। অতি শিঘ্রই আমরা অফিস খোলার চিন্তা করছি। এর আগপর্যন্ত আপনারা আমাদের সাথে ফেসবুক পেজের মাধ্যমে (https://www.facebook.com/gizmofashionschool) এবং কল করে 01730316157 যোগাযোগ করতে পারবে। সাময়িক অসুবিধার জন‍্য আমরা আন্তরিকভাবে দুখিত।
  • কোর্স ফি কীভাবে পেমেন্ট করবো?
    বর্তমানে শুধু বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পরবর্তীতে আমরা বিভিন্ন ব‍্যাংকের অনলাইন সার্ভিস চালু করব। সাময়িক অসুবিধার জন‍্য আমরা আন্তরিকভাবে দুখিত।
  • যেকোনো টেকনিক্যাল সমস্যা হলে কী করবো?
    যেকোনো সমস্যার ক্ষেত্রে কল করুনঃ 01970316157
  • আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কী করবো?
    আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তবে কোনো সমস্যা নেই। আপনি যে ফোন নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করেছিলেন সেটি দিলে আমরা আপনার ফোনে একটি ওটিপি কোড পাঠাবো যা ব্যবহার করে আপনি আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
  • রেকর্ডেড ভিডিও দেখে কী ভালোভাবে শিখা যায়?
    অবশ্যই যায়। বরং রেকর্ডেড ভিডিও এর সুবিধা অনেক। একবারে না বুঝলে বারবার শোনা যায়। সময় মতো ক্লাসরুমে হাজির হওয়ার ঝামেলা নেই। নিজের ইচ্ছামতো স্কিল ডেভেলপ করা যায়। আমাদের প্রতিটি কোর্স ভিডিও এমনভাবে সাজানো হয়েছে যেন যে কেউ খুব সহজেই আয়ত্ত্ব করতে পারে।
  • লাইভ মেন্টর সাপোর্ট দেয়া হবে?
    গিজমো ফ‍্যাশন স্কুল -এর স্টুডেন্টদের জন্য একটি ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে https://www.facebook.com/groups/gizmofashionschoolofficial। এখানে আপনি যেকোন সমস্যার সাপোর্ট পাবেন।
  • ক্যারিয়ারে সফল হওয়ার জন্য আমার কী করা উচিত?
    ক্যারিয়ারে সফল হওয়ার জন্য আপনাকে পড়াশুনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে স্কিল অর্জন করতে হবে। যেকোন স্কিল ক্যারিয়ারে আপনাকে অন্যের তুলনায় এগিয়ে রাখবে। প্রযুক্তির এই যুগে যে যত বেশি দক্ষ, সে তত বেশি সফল। ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে সঠিক গাইডলাইন পেতে সরাসরি কল করতে পারেন 01730316157 এই নম্বরে।
  • কোর্স শেষে কী সার্টিফিকেট পাবো?
    কোন কোর্সে ভর্তি হয়ে লেকচার, কুইজ বা এক্সাম সফলভাবে শেষ করার পর অটোমেটিকভাবেই আপনি ঐ কোর্সটির কোর্স পার্টিসিপেন্ট সার্টিফিকেট পাবেন।
  • স্টুডেন্ট জন্য কি কোন পাব্লিক গ্রুপ আছে?
    অবশ্যই আছে। গিজমো ফ‍্যাশন স্কুল এর ফেসবুক গ্রুপ লিংক https://www.facebook.com/groups/gizmofashionschoolofficial
  • সরাসরি কথা বলতে চাইলে কীভাবে করবো?
    সরাসরি কথা বলতে চাইলে কল করুন – 01730316157
  • কোন কোর্স কিনতে চাইলে কী করতে হবে?
    যে কোর্সটি কিনতে চাচ্ছেন সেই কোর্সটিতে গিয়ে Add to Cart বাটনে ক্লিক করলে সেটি Cart এ চলে যাবে। এরপর Cart এ গিয়ে পরবর্তী নির্দেশনা মেনে সহজেই কোর্সটি কিনতে পারবেন।
  • সাইন আপ অথবা লগ ইন করতে সমস্যা হলে কী করবো?
    সাইন আপ/ লগ ইন করতে গিয়ে আপনার যদি কোথাও ভুল হয়; তাহলে ঐ সময়ই আপনাকে জানিয়ে দেয়া হবে। তারপর সে নির্দেশনা মেনে সহজেই সাইন আপ কিংবা লগ ইন করতে পারবেন।
  • Log In করবো কীভাবে?
    ওয়েবসাইটের উপরের মেনু থেকে লগ ইন/রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে একটি পপ-আপ ওপেন হবে, সেখান থেকে আপনি প্রয়োজনীয় তথ্য দিয়ে login করতে পারবেন।
  • কোর্স ভিডিও ডাউনলোড করার কোন অপশন আছে কিনা?
    না। ভিডিও ডাউনলোড করার কোন অপশন নেই। কোর্সটি করতে অবশ্যই লগইন করে এক্সেস নিতে হবে। কেও যদি আমাদের ভিডিওগুলি ডাউনলোড করে নিজের কোনো পেজে আপলোড দিয়ে থাকে অথবা ব‍্যবসায়িক কাজে ব‍্যবহার করে তাহলে গিজমো ফ‍্যাশন স্কুল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নিতে বাধ্য হবে।
  • কোর্স করার সময় কোন হেল্প লাগলে ইনসট্রাক্টর এর সাপোর্ট কীভাবে পাবো?
    আপনার কোন সাধারণ জিজ্ঞাসা অথবা কোর্স করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে আমাদের সাপোর্ট গ্রুপে https://www.facebook.com/groups/gizmofashionschoolofficial জানাতে পারেন; খুব কম সময়েই আমরা আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো। এছাড়া আমাদের হটলাইনে যোগাযোগ করে সাপোর্ট নিতে পারবেন।
  • কোন কোর্স আমার ক্যারিয়ারের জন্য হেল্পফুল হবে কীভাবে বুঝবো?
    ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কোন কোর্স চয়েস করা উচিত তা যদি আপনি বুঝতে না পারেন তবে আপনাকে হেল্প করতে আমাদের লাইভ সাপোর্টের ব্যবস্থা রয়েছে। লাইভ সাপোর্টে এক্সপার্টদের সাপোর্ট পেতে কল করুন - 01730316157 এই নম্বরে। ফেইসবুক পেইজে (https://www.facebook.com/gizmofashionschoolofficial) মেসেজ দিতে পারেন। আমাদের কাউন্সিলিং টিম মেম্বারাই আপনার সাথে যোগাযোগ করবেন।
  • কীভাবে আপনাদের থেকে ক্যারিয়ার গাইডলাইন পেতে পারি?
    ক্যারিয়ার গাইডলাইনের জন্য কল করুন 01730316157 এই নম্বরে।
  • সার্টিফিকেট কীভাবে পাবো?
    কোর্স শেষে আমাদের ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনে প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতেও পারবেন।

উদ্বোধনী ছাড়

আমাদের সমস্ত নতুন এবং আসন্ন কোর্সে ৫০% ছাড়

0 Days
0 Hours
0 Minutes
0 Seconds
Categories

জনপ্রিয় বিভাগ সমূহ