ব্যবহার বিধি
আমাদের সার্ভিস গ্রহণের জন্য আপনাকে নির্ধারিত সকল নিয়মনীতি ও শর্তাবলী মেনে চলতে হবে, এরমধ্যে আমাদের গোপনীয়তার নীতিমালাও অন্তর্ভুক্ত। আইনগতভাবে এসব শর্তাবলী মেনে চলতে যদি আপনার কোন আপত্তি না থাকে, তাহলেই কেবল আপনি আমাদের সার্ভিস গ্রহন করতে পারেন
নিবন্ধন ও ব্যাক্তিগত তথ্য
আমাদের সার্ভিসে অংশ নিতে আপনার ই মেইল এড্রেস দিয়ে আমাদের স্কুলে একটি একাউন্ট তৈরি করতে হবে। একটি ই মেইল দিয়ে একটি-ই একাউন্ট তৈরি করা যাবে। আপনাকে নিশ্চিত করতে হবে যে, একাউন্ট তৈরির সময় আপনি যে সকল তথ্য প্রদান করেছেন তা সঠিক এবং নির্ভুল। ভুল তথ্য প্রদান করলে এবং গিজমো ফ্যাশন স্কুলের নিয়মনীতির বিরুদ্ধে গেলে স্কুল কর্তৃপক্ষ আপনার একাউন্ট স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ করার ক্ষমতা রাখে। এই নিবন্ধনের মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে, আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে প্রকাশ করবেন না। আপনার অজান্তেই আপনার একাউন্ট কেউ ব্যবহার করলে অবিলম্বে আমাদের অবহিত করতে হবে। আপনার একাউন্টের যাবতীয় কার্যকলাপের জন্য শুধুমাত্র আপনিই দায়ী থাকবেন।
সাবস্ক্রাইব
প্রমোশনাল অফার, নিউজলেটার, ইভেন্ট প্রচারণা এবং ওয়েবসাইট হালনাগাদ বিষয়ক সর্বশেষ তথ্য পেতে চাইলে আমাদের সাইটটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
কনটেন্ট ডিসক্লেইমার
যে কোন কোর্সে ভর্তির আগে কোর্স সম্পর্কে ভালোভাবে জেনে নিন। ভর্তি হওয়ার পর, কোর্সের বিষয়বস্তু সম্পর্কে কোন অভিযোগ থাকলে তা গ্রহণ করা হবে না। তবে কোর্সের কোনো বিষয় বস্তু সম্পর্কে আপনার কোন অনুরোধ কিংবা অভিযোগ থাকলে, আপনি আমাদের ইমেইল বা ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারেন। একটি কোর্স সম্পন্ন করার জন্য আপনাকে কুইজে অংশ নিতে হবে। যদি আপনি আমাদের শর্তাবলী লঙ্ঘন করে আপত্তিকর বা কোন বেআইনী কাজ করেন, তাহলে গিজমো ফ্যাশন স্কুল কোন পূর্ব নোটিশ ছাড়াই আপনার অ্যাকাউন্ট বন্ধ করার অধিকার রাখে।
কোর্স পাইরেসি
গিজমো ফ্যাশন স্কুলের মালিকানাধীন কোনো কনটেন্ট, যেমন– ভিডিও, ছবি, কনটেন্ট, ডিজাইন, লাইভ সেশন, অ্যাসাইনমেন্ট, কুইজ, পড়াশুনার উপকরণ ইত্যাদি আমাদের অনুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না, তাহলে এটি পাইরেসি হিসেবে বিবেচিত হবে। সেই ক্ষেত্রে গিজমো ফ্যাশন স্কুল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন – ২০১৮ এর অধীনে আইনী ব্যবস্থা নিতে পারে।
কপিরাইট পলিসি
ওয়েবসাইটের ট্রেডমার্ক, ডিজাইন, কনটেন্ট, লোগো, সার্ভিস মার্কসহ যাবতীয় গিজমো ফ্যাশন স্কুলের সম্পত্তি। ইউজার শুধুমাত্র নিজস্ব এবং অ–বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য এই ওয়েবসাইট থেকে কোন তথ্য ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন। গিজমো ফ্যাশন স্কুলের পূর্ব লিখিত সম্মতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোন কনটেন্ট ফ্রেমিং বা রিপাবলিকেশন অথবা বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এর ব্যত্যয় ঘটলে তা অপরাধ হিসাবে গণ্য হবে এবং বাংলাদেশ কপিরাইট আইন, ২০০০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পেমেন্ট পলিসি
পেমেন্ট করার আগে অনুগ্রহ করে কোর্সের মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। পেমেন্ট সম্পন্ন করার পর কোন অভিযোগ বিবেচনা করা হবে না। আমরা পেমেন্ট গেটওয়ে প্রোভাইডার এর মাধ্যমে কোর্স ফি গ্রহণ করি।
কিভাবে কোর্স কিনবেন?
ধাপ: ০১ (প্রথমেই রেজিস্ট্রেশন করুন।)
উপরে মেনুবারের ডানে Register Button এ ক্লিক করলে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। সেটি যথাযথ ভাবে পূরন করে Submit করুন। অবশ্যই ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন।
ধাপ: ০২ (এবার লগইন করুন।)
উপরে মেনুবারের ডানে Login Button এ ক্লিক করুন। এবার যে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেটি দিয়ে লগইন করে ভিতরে প্রবেশ করুন।
ধাপ: ০৩ (Courses এ প্রবেশ করুন।)
উপরের মেনুবার থেকে Courses মেনুতে ক্লিক করে All Courses অপশনটি সিলেক্ট করুন এবং এর ভিতরে প্রবেশ করুন।
ধাপ: ০৪ (কোর্স পছন্দ করুন।)
All Courses থেকে আপনার পছন্দের কোর্সটি সিলেক্ট করে Add to Cart বাটনে ক্লিক করুন।
ধাপ: ০৫ (যেভাবে কোর্সটি কিনবেন।)
উপরের মেনুবার থেকে Cart এর আইকনে ক্লিক করে এর ভিতরে প্রবেশ করুন এবং নীচে একদম ডানে Proceed to Checkout বাটনে ক্লিক করুন।
ধাপ: ০৬ (ভাউচার প্রস্তুত করুন।)
এবার নতুন আরেকটি ফর্ম আসবে। এই ফর্মটিও যথাযথ ভাবে পূরন করুন।
ধাপ: ০৭ (যেভাবে টাকা পাঠাবেন।)
এবার নিচের পেমেন্ট অপশন থেকে যে কোনো একটি অপশন নির্বাচন করুন। আপনি যে নাম্বার দিয়ে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এবং ট্রান্জেকশন আইডি নিচে উল্লেখ করে “Place Order” Button এ ক্লিক করুন।
ধাপ: ০৮ (কোর্সে অংশগ্রহণ করুন।)
কোর্সফি পরিশোধের ১০/১২ ঘন্টার মধ্যেই কোর্সটি এক্টিভ হয়ে যাবে।
থার্ড-পার্টি লিংকস, ওয়েবসাইট এবং রিসোর্সেস
আমাদের ওয়েবসাইটে থার্ড পার্টির ওয়েবসাইট লিঙ্ক থাকতে পারে যা গিজমো ফ্যাশন স্কুলের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত নয়। এই ওয়েবসাইট বা প্ল্যাটফর্মগুলির উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই এবং এর কোন দায়বদ্ধতাও নেই। নিজ দায়িত্বে ঝুঁকি নিয়ে আপনি এ জাতীয় লিঙ্ক বা রিসোর্স ব্যবহার করতে পারেন।