আসসালামু আলাইকুম।
বর্তমান সময়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হলো 3D Garment Design, যা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করেছে। কারন এরমাধ্যমে খুব সহজেই এবং অল্প সময়ে ডিজিটাল গার্মেন্টস ডিজাইন তৈরি করা সম্ভব যা বাস্তবে সম্ভব নয়। এতে একদিকে যেমন সময় বেচে যায় অন্যদিকে তেমনি খরচও কমে যায়। আর তাই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এর জনপ্রিয়তা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান সময়ে যে কয়েকটি থ্রিডি সফটওয়্যার কোম্পানি বিশ্বমার্কেটে তাদের অবস্থান শক্ত করতে পেরেছে তাদের মধ্যে CLO 3D Virtual Fashion অন্যতম। CLO সফটওয়্যারটির ইন্টারফেস এবং টুলসগুলো ইউজার ফ্রেন্ডলি হওয়ায় শিক্ষার্থীরা খুব সহজে এবং অল্পদিনের মধ্যে সফটওয়্যারটি রপ্ত করতে পারছে।
এই কোর্সটিতে CLO সফটওয়্যারের মাধ্যমে কিভাবে 3D Garment Design তৈরি করা হয় সে বিষয়গুলি শেখানো হয়েছে। এই কোর্সটি মূলত ইন্টারমিডিয়েট লেভেলের একটি কোর্স। কোর্সটিতে একদম শুরু থেকে অর্থাৎ বিগিনিং লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পযর্ন্ত সব কিছুই শেখানো হয়েছে।
এই কোর্সটি তাদের জন্য
যারা ফ্যাশন ডিজাইনিং-এ লেখাপড়া করছেন অথবা ফ্যাশন ডিজাইনার হিসাবে কাজ করছেন।
যারা প্রডাক্ট ডেভেলপমেন্ট এবং ডিজিটাল গার্মেন্টস টেকনোলজি নিয়ে কাজ করতে চাচ্ছেন।
যারা প্যাটার্ন বা CAD সেকশনে কাজ করছেন।
অথবা যারা থ্রিডি ফ্যাশন মার্কেটে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন।
তাহলে চলুন এবার দেখে নেই কি কি থাকছে আমার এই কোর্সটিতে
আমি মোট ১১টি কমপ্লিট প্রোজেক্ট দিয়ে কোর্সটি সাজিয়েছি। যেমন;
প্রথমেই আমরা শিখব কিভাবে একটি T Shirt তৈরি করতে হয়।
তারপর শিখব কিভাবে Hoodie তৈরি করতে হয়।
এরপর আমরা একটি Polo Shirt তৈরি করা শিখব এবং একটি Raglan Sleeve T-Shirt তৈরি করা শিখব ।
তারপর শিখব কিভাবে একটি Blouse তৈরি করতে হয় এবং কিভাবে Long Dress তৈরি করতে হয়।
এছাড়াও এই কোর্স থেকে শিখব কিভাবে একটি Long Sleeve Shirt তৈরি করতে হয়।
কি ভাবে Skirt তৈরি করতে হয়।
কিভাবে Joggers তৈরি করতে হয় এবং কিভাবে Chino Pant তৈরি করতে হয়।
এবং সব শেষে শিখব কিভাবে Render করতে হয়।
এভাবেই প্রতিটা প্রজেক্টের মধ্য দিয়ে আমি বিভিন্ন টুলস এর ব্যবহারগুলো শিখিয়ে দিব যাতে আপনি সহজেই তা বুঝতে এবং শিখতে পারেন। এই কোর্সটি সম্পূর্ণ করলে আপনি নিজেই প্যাটার্ন তৈরি করতে শিখবেন এবং আপনার প্রয়োজন মতো গার্মেন্টস ডিজাইন করতে পারবেন। এছাড়াও টপস্টিচিং, গ্রাফিক্স এবং টেক্সারিং এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও শিখতে পারবেন।
তাহলে আর দেরি কেন! এখুনি আমার কোর্সটি এনরোল করুন এবং শিখতে শুরু করুন।
সবার জন্য দোয়া ও শুভকামনা রইল
Nice Theme